৫০০ লিটার দেশীয় চোলাই মদ, দুই কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন পিকআপ ভ্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার নগরীর চকবাজার থানাধীন ব্যাটারি গলির মুখের বিপরীত পাশে রবিদাশ কলোনি থেকে স্বপন রবি দাশ, ডমিনিক কুইয়া, মো. মহিন উদ্দিন, মো. ইমন হোসেন ও মো. আল আমিনকে গ্রেপ্তার করে ডিবি।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা জব্দকৃত দেশীয় তৈরি চোলাই মদ ও গাঁজাগুলো চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানা এলাকার বিভিন্ন উৎস থেকে কম দামে কেনেন। এসব মাদক তাঁরা গাড়িতে কৌশলে চট্টগ্রাম শহরে এনে মজুত করে স্থানীয় মাদক কারবারিদের কাছে পাইকারি দামে বিক্রি করে থাকেন।