৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেনস) নুরুল আফছার ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম খান ও জাকির হোসেন ভূঁইয়াসহ সঙ্গীয় এসআই শরিফুজ্জামান ভূঁইয়ার সহায়তায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার বউবাজার মেহমান কলোনি এলাকার খোকন জমিদারের ভাড়া ঘর থেকে রাসেলকে (২২) ১১০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।
জানা যায়, কুমিল্লার মুরাদনগর উপজেলার নুরুল ইসলামের ছেলে রাসেল। তাঁর বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।