ফেনীর ছাগলনাইয়ায় গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফাজিলপুর হাইওয়ে থানা-পুলিশ। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন মহুরীগঞ্জ স্টার লাইন কাউন্টার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি হলেন কক্সবাজার জেলার সদর থানার মধ্যম নুনিয়াছড়া এলাকার জাহাঙ্গীর আলম (৪৫)। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে যাত্রীবাহী স্টার লাইন বাসের এক যাত্রী মাদক বহন করছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এ তথ্যের ভিত্তিতে ফাজিলপুর হাইওয়ে থানার এএসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ ওই যাত্রীকে গ্রেপ্তার করেন। পরে তাঁর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।