কুমিল্লায় ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা-পুলিশ। শুক্রবার (৯ জুন) রাত পৌনে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই বাইপাস গোলচত্বর এলাকা তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি হলেন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বুদবাড়ি কালিজুরী এলাকার আলী আহম্মেদ (১৯)। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের নোয়াখালীগামী লেনে লালমাই বাইপাস গোলচত্বরে বাসের জন্য অপেক্ষমাণ এক ব্যক্তি মাদক বহন করছেন, এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শিপন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।