২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএনের) অভিযানে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন মধ্যহিস্যা এলাকায় রোববার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে শরীফুল আলম ইয়াছিনকে (২৬) তাঁর নিজ বাড়ি থেকে মাদকদ্রব্য সেবন করা অবস্থায় এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয়।
পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ৫০০ টাকা অর্থদণ্ড ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।