বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানাধীন পোর্ট বাজার এলাকা থেকে গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। শনিবার (১৪ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি হলেন বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানার রুপাতলী এলাকার ফারুক খলিফার ছেলে মিরাজ খলিফা (২৪)।
বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানাধীন এলাকা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে থেকে রাত ১০টা পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে মাদক কারবারি মিরাজকে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।