ডিবি যশোরের হেফাজতে গ্রেপ্তার ৩ মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দুটি অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) কোতোয়ালি ও চৌগাছা থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৩ ব্যক্তি হলেন কোতোয়ালি মডেল থানার সুলতানপুর বাবুপাড়ার হিমেল হোসেন ওরফে বাদশা (২৪), শেখহাটি মিয়াবাড়ি মোল্লাপাড়ার আতিক বিন তৌহিদ ওরফে নেহাল (১৯) ও চৌগাছা থানার আশাদুল ইসলাম ওরফে আশা (৪৪)।

জানা যায়, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ডিবি যশোরের এসআই শাহিনুর রহমান, এসআই বিপ্লব সরকার, এএসআই আমিরুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম যশোর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ ইয়াবা ট্যাবলেটসহ হিমেল ও আতিককে গ্রেপ্তার করে। এ ব্যাপারে এসআই শাহিনুর রহমান বাদী হয়ে যশোর কেতোয়ালি থানায় মামলা করেন।

অপরদিকে একই দিন বিকেল ৪টার দিকে ডিবি যশোরের এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম চৌগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে আশাদুলকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে এসআই কাজী আব্দুল মান্নান বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করেন।