সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে ১২০টি ইয়াবা বড়িসহ দুজন ও চুরির মামলায় একজনসহ পাঁচ আসামি গ্রেপ্তার হয়েছেন।
থানা এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ওই পাঁচজন হলেন কলারোয়ার বাগাডাঙ্গা এলাকার হাবিবুর রহমান (৩০), যশোরের শার্শা থানার দাউদখালী এলাকার লাবলু মন্ডল (৪০), একই জেলার বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের রহমত হোসেন (৩০), নিয়মিত ও আগের মামলার আসামি কলারোয়ার উত্তর ভাদিয়ালী গ্রামের তৌহিদুল ইসলাম (৩৩) ও কলারোয়ার ক্ষেত্রপাড়ার সোবাহান ধাবক (৪৫)।
গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।