পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেন কেএমপির কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। ছবি : কেএমপি

মাদকসম্রাট মো. শাহাজাহান হাওলাদারকে (৫৪) মাদকসহ গ্রেপ্তারের পুরস্কার হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) এস এম বায়জীদ ইবনে আকবর; লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সমীর কুমার সরকার, এসআই মেহেদী হাসান মিশন, এএসআই এমদাদুল হক ও কনস্টেবল জাহিদুর রহমানকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে কেএমপির হেডকোয়ার্টার্সে উল্লিখিত পুলিশ সদস্যদের হাতে পুরস্কার দেন কেএমপির পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা।
কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, লবণচরা থানার একটি মামলায় গত সোমবার (১১ অক্টোবর) মো. শাহাজাহানকে ১৫ বোতল বিদেশি মদ, ১০ ক্যান বিয়ারসহ গ্রেপ্তার করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু।