খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা কসমেটিকসসহ অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে মাটিরাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক দল ওই থানা এলাকায় মাদক দ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান চালানোর সময় মাটিরাঙ্গা বাজারের বিআরটিসি কাউন্টারের সামনে থেকে অবৈধ ভারতীয় কসমেটিকস, ভারতীয় কিছু রুপি, ভারতীয় পরিচয়পত্রসহ ইমামুল হক ওরফে খন্দকার ইমাম নামের একজনকে গ্রেপ্তার করে।

মাটিরাঙ্গা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় বিভিন্ন কসমেটিকস, ভারতীয় কিছু রুপি, যা বাংলাদেশি ২১ হাজার ৪১৫ টাকা, একটি কালো রঙের স্যামসাং অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে।

আসামির পকেট থেকে ভারতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

পরিচয়পত্র অনুযায়ী, এনামুল হকের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা করা হয়েছে এবং আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। সূত্র : কুইক নিউজ বিডি ডটকম।