ময়মনসিংহের ধোবাউড়া থানা-পুলিশের অভিযানে ৭১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে মদ পাচারে ব্যবহৃত একটি মাইক্রোবাস।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ধোবাউড়া থানাধীন পঞ্চনন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ধোবাউড়া থানা এলাকার মো. আল-আমিন (৩৫), মো. আমিরুল ইসলাম (৩২) ও মো. আ. হেলিম (২৩)।
ধোবাউড়া থানা-পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।