মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
জিএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির বিপিএম, পিপিএম শুরুতে গাজীপুর জেলা সদরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তী সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
ওই সময় উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত কমিশনার বরকতউল্লাহ খান বিপিএমসহ জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।