এপিবিএনের হেফাজতে উদ্ধার কিশোরী। ছবি: বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহের মুক্তাগাছার ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ময়মনসিংহ থেকে নিখোঁজের ছয় দিন পর সুনামগঞ্জ থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে।

মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম আবেদা সুলতানা ১৪ (ছদ্মনাম) প্রতিদিনের মতো ৪ জুলাই সকাল ৯টায় মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু মাদ্রাসা ছুটি হওয়ার পরও সে বাড়ে ফেরেনি। এই অবস্থায় খোঁজাখুঁজির পরও বাদী (ভিকটিমের মা) মেয়েকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন এবং আত্মীয়স্বজনকে বিষয়টি জানান।
৫ জুলাই হালুয়াঘাট থানায় নিখোঁজ হওয়ায় সাধারণ ডায়েরি করা হয়। একই দিন বাদী মেয়ে হারানো বিষয়ে আইনগত সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করা হয়। ২ এপিবিএনের অধিনায়ক বরাবর তরুণী নিখোঁজ হওয়া-সংক্রান্ত একটি অভিযোগ করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের সার্বিক দিকনির্দেশনায় ২ এপিবিএনের সাইবার ক্রাইম সেল উন্নত প্রযুক্তির সহায়তায় ভিকটিমের বর্তমান অবস্থান শনাক্ত করে। এসআই (নি.) সৈয়দ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল ১০ জুলাই সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা ও সুনামগঞ্জ সদর থানার একাধিক স্থানে অভিযান চালিয়ে লালপুর এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে এবং মামলার ১ নং আসামি মো. কামাল হোসেনকে (২০) গ্রেপ্তার করে। এ সময় ২ নং আসামি মো. জাকির হোসেন (২৮) কৌশলে পালিয়ে যান।
পরে গ্রেপ্তার আসামি এবং ভিকটিমকে হালুয়াঘাট থানায় সোপর্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।