ময়মনসিংহের ত্রিশালে দুর্ঘটনার পর গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসে আগুন লাগে। এতে দগ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
ময়মনসিংহ মহাসড়কের রাঘামারার রাঙামাটি এলাকায় রোববার রাত আড়াইটার দিকে ঢাকা এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘মাইক্রোবাসটি ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাঙামাটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। এ সময় গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িতে আগুন ধরে চারজন মারা যান। আহত হন আরও পাঁচজন।
‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উদ্ধার কার্যক্রম চালিয়ে দুই নারীসহ পুড়ে যাওয়া চারজনের মরদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
ওসি মাইন উদ্দিন বলেন, ‘নিহত ও আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে আহত এক যাত্রীর মাধ্যমে জানা যায়, তারা জেলার ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।’