ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর বাংলাদেশ জার্নালের।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা না গেলেও তাঁদের মধ্যে পিকআপের চালক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আলুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চিনিবোঝাই পিকআপের সংঘর্ষ হলে তিনজন মারা যান।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী। তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই পিকআপচালক নিহত হন। আহত হন দুজন। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুজনকেও মৃত ঘোষণা করেন।