পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহের জারিয়া লোকাল ট্রেনে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত তিনটি মোবাইল ফোন এবং ডাকাতিতে ব্যবহৃত তিনটি চাকু ও ক্ষুর।

গত শনিবার (২৮ সেপ্টেম্বর) ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকার রাশেদ (২২), আকাশ মিয়া (২৫) ও মো. ইমন (২২) এবং ফুলপুর থানা এলাকার মো. হৃদয় (২০)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

রেলওয়ে পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর ভোরে ময়মনসিংহ রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া জারিয়া লোকাল ট্রেনে ডাকাতি হয়। তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, গত ১৮ সেপ্টেম্বর ময়মনসিংহ রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া জারিয়া লোকাল ট্রেনে দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীবেশে চড়েন ডাকাতরা। যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও টাকা নিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে যান তাঁরা।

রেলওয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ডাকাতিতে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।