ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের তিন ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ।
গত শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে কোতোয়ালি থানাধীন বাদেকল্পা এলাকার পুরাতন মসজিদসংলগ্ন কলেরপাড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন কোতোয়ালি থানা এলাকার রুহুল আমিন (৫৫) ও নাজমুল হক (৩৫)। সন্দেহভাজন হিসেবে আব্দুল হান্নান (২৫) নামের একজনকে আটক করা হয়েছে।
কোতোয়ালি থানা-পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানাধীন বাদেকল্পা এলাকার পুরাতন মসজিদসংলগ্ন কলেরপাড় এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত এএসআই মো. মিন্টু মিয়া (৫৫) ও তাঁর ভাই মো. ইব্রাহিম মিয়ার (৬০) ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় প্রতিপক্ষের মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. সুজন মিয়া (৩৫), মো. দেলোয়ার হোসেন (৪০), মো. আরমান (২৭), রুহুল আমিন (৫৫), খায়রুল ইসলাম (২৮), সৌরভ (২৬) ও নাজমুল হকের (৩৫) ধারালো অস্ত্রের আঘাতে মিন্টু ও তাঁর ভাই ইব্রাহিম গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন এবং ইব্রাহিমকে আইসিইউতে ভর্তি করানো হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যে ঘটনাস্থল থেকে রুহুল ও নাজমুলকে গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজন হিসেবে হান্নান নামের একজনকে আটক করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা-পুলিশ।