কুমিল্লা রিজিয়নের ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার পুলিশ মহাসড়কে চাঁদা আদায়কালে আদায়কৃত অর্থসহ ১ চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানাপুলিশের একটি টিম আজ ২৬ জুলাই দুপুর পৌনে ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কংশনগর বাজার এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন পরিবহন হতে চাঁদা আদায় করার সময় মো. শাহজাহানকে (৩২) হাতেনাতে আটক করে । এ সময় তার হেফাজত থেকে চাঁদার ৮১৫ টাকা উদ্ধার করা হয়।
আটক শাহজাহানের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।