চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) পশ্চিম বিভাগের অভিযানে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও পরিবহনকাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুজন আটক হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন কুয়াইশ রোডে সোমবার অভিযান চালিয়ে মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ মাসুদ মিয়াকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা পাহাড়ি এলাকা থেকে কম দামে চোলাই মদ কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন।