সিলেটের জালালাবাদ থানার মাদকবিরোধী অভিযানে মদসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে থানার শিবের বাজারের কাছে নোয়াপাড়া থেকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন কুতুব উদ্দিন (৩৫), রিনা আক্তার বেবী ওরফে লিজা (২৭) ও মুক্তার আলী (২৪)। তাঁদের কাছ থেকে তিন বোতল মদ উদ্ধার করা হয়েছে।
ওই তিনজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।