সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা-পুলিশের অভিযানে বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের বাঘমারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার হবিবনগর গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মাইনুদ্দিন শাহিন (৪৪)। তাঁর বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
জানা গেছে, বিশ্বম্ভরপুর থানার এসআই আনন্দ চন্দ্র সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৪৮ বোতল মদসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজতে থাকা ৪৮ বোতল Officer’s Choice নামক ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ জব্দ করা হয়।