সিলেটের কানাইঘাটে অভিযান চালিয়ে ২১০ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা-পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে আজমল হোসেন কালা (৩০) নামের ওই কারবারিকে গ্রেপ্তার করা হয়। খবর ঢাকাপোস্টের।
আজমল হোসেন কানাইঘাট উপজেলার নিজ চাউরা উত্তর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এ ঘটনায় তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
জেলা পুলিশের সহকারী মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা ইনস্পেক্টর শ্যামল বণিক বলেন, সিলেট জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। তারই ধারাবাহিকতায় কানাইঘাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গোবিন্দপুর এলাকা থেকে ২১০ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেপ্তার করে।