রাজশাহী মহানগরের মতিহার থানার মির্জাপুর পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
গ্রেপ্তার মো. ফরিদের বাড়ি রাজশাহী মহানগরের মতিহার থানার মির্জাপুর পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকায়।
আরএমপি সূত্রে জানা যায়, আসামি মো. ফরিদের বিরুদ্ধে আরএমপির মতিহার থানায় মাদক মামলার সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি ফরিদ মহানগরের মতিহার থানার মির্জাপুর পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন।
ওই সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো. মোবারক পারভেজের দিকনির্দেশনায় এএসআই মো. শাহ নেওয়াজ বিপ্লব ও তাঁর টিম গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আসামি ফরিদকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
আরএমপির এসআই সাহাবুল ইসলাম ২০১৯ সালের ৮ আগস্ট রাত সাড়ে আটটার দিকে মতিহার থানার চরশ্যামপুর থেকে আসামি মো. ফরিদকে ১ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন। ফরিদের নামে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন পুলিশের এ কর্মকর্তা।
মামলাটি তদন্ত শেষে মতিহার থানার এসআই মো. ওয়ারেছ আলী আসামি ফরিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।
গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।