রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ৭ হাজার ৮০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
ডিএমপি জানায়, সোমবার (১১ এপ্রিল) রাতে মতিঝিল থানাধীন আরামবাগ এলাকা থেকে আসামি মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার মান্না দে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
আসামির বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।