ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি জানায়, গত রোববার (৬ মার্চ) সন্ধ্যায় মতিঝিল থানার পীরজঙ্গি মাজার এলাকা থেকে আসামি মো. মিশন, মো. আব্দুল আজিজ ও মো. বাবুলকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপকমিশনার মো. আফসার উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।