রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ২৮ হাজার ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।
ডিএমপি জানায়, মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে মতিঝিল থানাধীন টয়েনবি সার্কুলার রোড এলাকা থেকে আসামি কাজলী আক্তার হাওয়াকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাহবুবুল হক সজীব জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবা বড়িসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি জানান, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
আসামির বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।