রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা-পুলিশ। খবর ডিএমপি নিউজের।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. শিপন। তাঁর কাছ থেকে ৫০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
মতিঝিল থানার ইন্সপেক্টর (তদন্ত) রাসেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার (১৪ মার্চ) রাত ৯টা ১০ মিনিটের দিকে মতিঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ শিপনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকা বিক্রি করতেন। এ-সংক্রান্তে মতিঝিল থানায় মামলা হয়েছে।