নোয়াখালীতে পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় দায়ের মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লার ঘটনায় উসকানিমুলক বক্তব্য দেওয়ার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো. হারুনুর রশিদ (৪৮), মো. রায়হান (৩৮), ফয়সাল বারী চৌধুরী (৪৫), বেলায়েত হোসেন (২৬), আলাউদ্দিন (২৮), ফজলুর করিম সুমন (৩২), মিন্টু (২৩), পারভেজ হোসেন (২৯), আব্দুল বারেক (৫৫), আব্দুল বাকী শামীম (৪১) ও ফয়সাল ইনাম কমল (৩৯)। এর মধ্যে ফয়সালকে কুমিল্লার ঘটনায় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, ২৪ অক্টোবর দিবাগত রাতে সুধারাম, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, চাটখিল ও সোনাইমুড়ী থানা-পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই ১১ জনকে গ্রেপ্তার করেছে।