পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী হনুফা আক্তারকে (৩৬) শ্বাসরোধে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, গত রোববার (১৩ অক্টোবর) চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড থেকে আসামি মো. মুসা হাওলাদারকে (২২) গ্রেপ্তার করে মঠবাড়িয়া থানা-পুলিশ। তাঁর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া থানা এলাকায়।

নিহত হনুফা আক্তার মঠবাড়িয়ার উত্তর ভেচকি গ্রামের সৌদিপ্রবাসী মো. মিজানুর রহমানের স্ত্রী এবং উপজেলার বড় শিংগা গ্রামের মো. আ. জলিল ঘরামীর (৬১) মেয়ে। তিনি মঠবাড়িয়া সদর উপজেলায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, হনুফার তিন সন্তান রয়েছে। তাঁর বড় মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। এক ছেলে মাদরাসায় এবং ছোট মেয়ে দাদির কাছে গ্রামে থাকে। হনুফা মঠবাড়িয়ার ভাড়া বাড়িতে একা থাকতেন। ফেসবুকে হনুফার সঙ্গে মুসা হাওলাদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১ সেপ্টেম্বর হনুফার বাড়িতে অবস্থানকালে মুসার সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। এ কারণে রাতেই হনুফাকে শ্বাসরোধে হত্যা করেন মুসা। এ ঘটনায় হনুফার বাবা গত ২ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন।

পুলিশ সুপার জানান, তদন্তের এক পর্যায়ে মুসার অবস্থান শনাক্ত করা হয়। এরপর গত রোববার চট্টগ্রামের ইপিজেড থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।