রাজধানীর মগবাজার উড়ালসড়কে পিকআপের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর প্রথম আলোর।
নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩৫)। তিনি পেশায় বাসচালক। বলাকা পরিবহনের একটি বাস চালাতেন তিনি।
পুলিশ জানিয়েছে, মগবাজার উড়ালসড়কে বলাকা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। ওই সময় বাসটি থেকে সড়কে ছিটকে পড়েন শহিদুল। তখন একটি পিকআপ তাঁকে চাপা দেয়।
বলাকা পরিবহনের বাসটি গাজীপুর থেকে রাজধানীর সায়েদাবাদে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, শহিদুল ওই বাসের চালক হলেও বাসটি অন্য একজন চালাচ্ছিলেন। তিনি দরজায় দাঁড়িয়ে ছিলেন।
পিকআপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন শহিদুল। হাতিরঝিল থানার উপপরিদর্শক রুহুল আমিন বলেন, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
রুহুল আমিন আরও জানান, শহিদুলের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তাঁর বাবার নাম আবদুল গফুর। শহিদুল তুরাগের বাউনিয়াবাদ এলাকায় থাকতেন। দুর্ঘটনার পর পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছেন। তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে।