পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামের রাজিবপুর থানা-পুলিশের অভিযানে ৪০টি ইয়াবা বড়ি ও একটি ব্যাটারিচালিত ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাজিবপুর থানাধীন রাজিবপুর ইউনিয়নের টাঙ্গালিয়া মণ্ডলপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ থানাধীন বাগারচর এলাকার মো. আলমগীর হোসেন (৩৬) ও মো. আলম (৪১)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা রয়েছে ।