ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ১২ সেপ্টেম্বর (রোববার) দুপুরে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন মো. সুজন মিঝি (২৩), মো. শরীফ (২৩), মো. তরিকুল ইসলাম (২৩) ও মো. আব্দুল্লাহ ওরফে জুয়েল (২৪)। তাঁদের কাছ থেকে ৮০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল বোরহানউদ্দিন থানার কাচিয়া ইউনিয়ন পরিষদে একটি সড়কে ১২ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে। মাদক উদ্ধারের ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।