ভোলা সদর থানাধীন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার ইলিশা লঞ্চ ঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মেহেদী মোল্লার (৩১) বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ থানা এলাকায়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, আসামির বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।