কিশোরগঞ্জের ভৈরব নৌ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও রিং জাল উদ্ধার করেছেন।
নৌ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ আজ বৃহস্পতিবার মেঘনা নদীর বিভিন্ন শাখায় এ অভিযান চালান।
তাঁরা আনুমানিক ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ হাজার ২৫০ মিটার রিং জাল উদ্ধার করেন।
উদ্ধার করা কারেন্ট জালের আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা ও রিং জালের আনুমানিক মূল্য ১লাখ টাকা।
এ ছাড়া ২টি বাল্কহেডের কাগজপত্র না থাকায় নৌ আদালতে ২টি প্রসিকিউশন দাখিল করা হয়।
পরে উদ্ধার করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।