কিশোরগঞ্জের ভৈরব থানা-পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ভৈরব থানাধীন চন্ডীবের মোল্লাবাড়ি থেকে আসামি মো. এনামুল হককে (৩০) গ্রেপ্তার করা হয়।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজাসহ এনামুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।