কিশোরগঞ্জের ভৈরব থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
ভৈরব থানার এসআই মো. ওসমান গনির নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৩ ফেব্রুয়ারি সকাল ৭টা ৫০ মিনিটে ভৈরব থানাধীন ভৈবরপুর উত্তরপাড়া এলাকার স্টেডিয়ামের মোড়ে তল্লাশিচৌকি স্থাপন করে। এরপর সিলেটের দিক থেকে আসা একটি মিনি পিকআপ ট্রাককে থামার জন্য সিগন্যাল দিলে চালক তা অমান্য করে শ্রীনগরের রাস্তায় চলে যান। এ সময় পুলিশের টিম গাড়িটিকে ধাওয়া করে ভৈরব থানাধীন রাজনগর গ্রামের রাজনগর হাইস্কুলের সামনে আটক করে এবং গাড়িতে থাকা আসামি মো. রাকিবুল্লা ওরফে রাকিব মিয়া (২৮) ও কেফাতুল্লাহকে (২০) আটক করে। এরপর তাঁদের দেখানো মতে পিকআপের ওপরে মালামাল রাখার স্থান থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়।
উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।