কিশোরগঞ্জের ভৈরবে পৃথক অভিযান চালিয়ে সাড়ে আট কেজি গাঁজা ও বিপুল পরিমাণ শুল্কবিহীন কসমেটিক্সসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ভৈরব থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ১২টার দিকে ভৈরব থানার এসআই মাহবুব উল্লাহ সরকার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের নাটাল মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী লেনের ওপর এনা পরিবহনেরেএকটি বাসে তল্লাশী অভিযান পরিচালনা করে আসামি তিন কেজি গাঁজাসহ মোঃ সাদেক (২০) ও মোছাঃ রূপা আক্তারকে (২২) গ্রেপ্তার করে।
একই অফিসার দুপুর একটার দিকে একই স্থানে লিমন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে হালিমা আক্তার (২০) তাঁর স্বামী মো. খোকন মিয়াকে তিন কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
এ ছাড়াও ওই অফিসার দুপুর দুইটার দিকে একই স্থানে এনা পরিবহণের আরেক বাসে অভিযান চালিয়ে মো. শাহ নূরুল ইসলামকে (৪২) মোট ৫ লাখ ৪৭ হাজার ২০০ টাকা মূল্যের চোরাচালানের শুল্কবিহীন কসমেটিক্সসহ গ্রেপ্তার করে।
অপরদিকে এসআই মো. মাসুদ রানা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় বেলা সাড়ে ১১টার দিকে ওই স্থানে শাহপরাণ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে নাসিমা বেগম (৩৫) নামের এক নারীকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। এসব ঘটনায় ভৈরব থানায় পৃথক মামলা হয়েছে।