কিশোরগঞ্জের ভৈরবে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার রাত ১০টার দিকে ভৈরব থানার কালিকাপ্রসাদে বিসিক শিল্পনগরী এলাকায় চান মিয়াকে (৫৫) গাঁজা বিক্রির সময় গ্রেপ্তার করে ডিবি।
গ্রেপ্তার চান মিয়ার বাড়ি ভৈরব উপজেলার আমলাপাড়া এলাকায়।
গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিভিন্ন অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য কিনে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন।
চান মিয়ার নামে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।