ভূরুঙ্গামারী থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভূরুঙ্গামারী থানা-পুলিশ। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিংঝাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, জেলার ভূরুঙ্গামারী থানা-পুলিশের একটি চৌকস টিম শনিবার সন্ধ্যায় শিংঝাড় এলাকা থেকে নাগেশ্বরীর আজমাতা কানুরকুটি গ্রামের মাদক কারবারি আজিজুল হক ওরফে বাঙ্গালকে (৪২) ১৯ বোতল ফেনসিডিল, ৫ বোতল ইস্কাপসহ গ্রেপ্তার করে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, ওই মাদক কারবারির বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।