কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা-পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুরে ভূরুঙ্গামারী থানাধীন জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ভূরুঙ্গামারী থানা এলাকার মো. আসাদুল হক (৫০) ও মো. ফজলুল হক (৩২)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, আসামিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।