কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা-পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়।
শুক্রবার (৭ এপ্রিল) ভূরুঙ্গামারী থানাধীন দক্ষিণ ভরতেরছড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. খয়বর আলী (৪০), মো. ফজলু মিয়া (৩৫), মো. এরশাদুল হক (৫০), মো. জাক্কু মোল্লা (৪৫), মো. মোফাজ্জল হোসেন (৪০), মো. শাহীন মন্ডল (৩৮), মো. কোরবান আলী (৫০), মো. আব্দুস সামাদ (৫৫), মো. আনোয়ার হোসেন (৩৩), মো. লুৎফর রহমান (৫০) ও মো. জহুরুল ইসলাম (৪৫)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মামলা করা হয়েছে।