ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) চট্টগ্রাম।
বুধবার (৩ জানুয়ারি) নিজ কার্যালয়ে ভুক্তভোগীর হাতে টাকা তুলে দেন ৯ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি জানান, হাটহাজারী পৌর এলাকার বাসিন্দা আরিফ মোহাম্মদ নিজাম উদ্দীন (৫৮) সম্প্রতি ভুল বিকাশ নম্বরে ৭ হাজার ৬৬০ টাকা পাঠিয়ে দেন। টাকা উদ্ধারে হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এরপর জিডির অনুলিপি নিয়ে ৯ এপিবিএনে যোগাযোগ করেন তিনি। পরে ৯ এপিবিএনের সাইবার টিম ওই টাকা উদ্ধার করে।
টাকা ফিরে পেয়ে এপিবিএনকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী আরিফ মোহাম্মদ নিজাম উদ্দীন।