মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা বিপিএম (সেবা)।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান কেএমপি কমিশনার।
পরে কেএমপি পুলিশ লাইনস মনুমেন্টে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এ সময় কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।