প্রেমের ফাঁদে ফেলে অপহরণের আট দিন পর এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাষানটেক থানা-পুলিশ।

গত বুধবার (২৫ সেপ্টেম্বর) জামালপুরের সরিষাবাড়ী থানা এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহম্মেদ জানান, মো. মিজানুর রহমান নামের এক ব্যক্তি ওই কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে তাঁকে কয়েকবার সতর্ক করে ভুক্তভোগীর পরিবার। কিন্তু গত ১৮ সেপ্টেম্বর দুপুরে ভাষানটেক সরকারি কলেজের সামনে থেকে ভুক্তভোগীকে ফুঁসলিয়ে নিয়ে যান মিজান। পরে কলেজছাত্রীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে অপহরণ মামলা করা হয়।

ওসি জানান, তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার জামালপুরের সরিষাবাড়ী থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। আসামি মিজানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।