
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনারের কার্যালয়ে কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা দ্রুততম সময়ে আসামি গ্রেপ্তারের স্বীকৃতি হিসেবে আজ সোমবার এসআই কাজী আবুল হাসানকে নগদ অর্থ পুরস্কার দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, বিপিএম।
পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা বিভাগ একটি সচল পিস্তল, একটি ম্যাগজিন ও একটি গুলিসহ এক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। এর স্বীকৃতি হিসেবে তিনি এসআই কাজী আবুল হাসানকে ওই পুরস্কার দেন।