ভালো কাজের স্বীকৃত হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ৯ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) দুপুরে তাঁদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা বিপিএম (সেবা)।
চুরির মালামাল উদ্ধার করায় ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মো. মোসফেকুর রহমান, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন এবং দৌলতপুর থানার তিন পুলিশ সদস্যের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এ ছাড়া মাদকবিরোধী অভিযানের স্বীকৃতস্বরূপ কেএমপি ডিবির তিন সদস্যকে পুরকৃত করা হয়।
কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম পিপিএম (সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু এবং ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।