ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ৪২.৪৩ কেজি রুপাসহ দুজন গ্রেপ্তার হয়েছেন।
কোতোয়ালি থানাধীন গোয়ালচামট লাহেড়ীপাড়া থেকে শুক্রবার রাত সোয়া ৯টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন লাহেড়ীপাড়ার কাজী মো. আসাদুজ্জামান (৪০) ও সানি খান (২৮)। তাঁদের কাছ থেকে রুপার পাশাপাশি সুজুকি মোটরসাইকেল, ওজন মাপার ডিজিটাল মেশিন, ভিভো ব্র্যান্ডের টাচ ফোন উদ্ধার করা হয়।
অভিযানের সময় চুয়াডাঙ্গার দর্শনার পলাশ, ইউনুস, সাইমুন ও ডালিমসহ কয়েকজন পালিয়ে যান।
গ্রেপ্তার দুজন পুলিশকে জানান, তাঁরা পলাশ, ইউনুস ও সাইমুনের মাধ্যমে ভারত থেকে রুপা এনে পলাতক ডালিমের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকেন। ডালিম তাদের এই কারবারের হোতা।
আসামিরা পরস্পর যোগসাজশে বাংলাদেশ সরকারের আদায়যোগ্য শুল্ক বা কর ফাঁকি দিয়ে রুপার তৈরি অলংকার বাংলাদেশে আনার কথা স্বীকার করেন।
পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।