ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাঁদের গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর আদাবর থানা এবং গাজীপুর নগরীর বাসন থানায় দায়ের করা পৃথক হত্যা মামলার আসামি।