ভারতে আবারও লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে এক দিনে করোনা শনাক্ত হয়েছে প্রায় আড়াই লাখ মানুষের। খবর এনডিটিভির।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে ১৩ জানুয়ারি পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ লাখ ৪৭ হাজার ৪১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় দেশটিতে করোনায় ৩৮০ জনের মৃত্যু হয়েছে।
ভারতে এখন পর্যন্ত ৩ কোটি ৬০ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৫ হাজার ৪৮৮ জন করোনার অতিসংক্রামক ধরন অমিক্রনে আক্রান্ত। করোনায় ভারতে মোট মারা গেছেন ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জন।