ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকালে চারজনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের হালুয়াঘাট থানা-পুলিশ।
গত শনিবার (৫ অক্টোবর) হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন ঢাকার সাভার থানা এলাকার মো. সোহান মিয়া (৩২), টাঙ্গাইলের ঘাটাইল থানা এলাকার সাইফুল ইসলাম (৩৫), শরীয়তপুরের পালং থানা এলাকার আ. জব্বার (৩৫) এবং ময়মনসিংহের হালুয়াঘাট থানা এলাকার মো. আ. রহিম (৫০)।
হালুয়াঘাট থানা-পুলিশ জানায়, সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।